বরিশালে শীতের সবজির দাম চড়া

বরিশালে শীতের সবজির দাম চড়া

বরিশালে শীতের সবজিতে বাজার সয়লাব। বাজারে সবজির আসার পরও দাম বেশ চরা। সবজির বাজার নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য।

গতকাল শুক্রবার নগরীর নতুন বাজার সরজমিনে দেখা যায়, বাধাকপি ২২ টাকা, বরবটি ৬০ টাকা, ধুনিয়া পাতা ১০০/৯০ টাকা, গাজর চায়না ১০০ টাকা, গাজর দেশি ৮০ টাকা, শালগম ৫০ টাকা এবং ফুলকপি ৩০ টাকা দড়ে বিক্রি হচ্ছে।

এদিকে ক্রেতাদের দাবি বাজারে সবজির আমদানী থাকলেও সিন্ডিকেটের কারণে দাম কমছে না। 

অপরদিকে বিক্রেতারা বলছেন, সবজি সাধারণত বরিশালের বাইরের জেলা থেকে আসে। তেলের দাম বাড়ায় পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় সবজির দামও একটু বেশি। তারা আশা করে দাম আরও কমবে।   

তবে নাগরিকদের সাধারাণ দাবি বাজার মনিটরিংয়ে জোরদার বাড়ানো।